বেলা বন লাল হয়েছে
পলাশ রে ও পলাশ তুই,
কুহেলির দোলায় চড়ে
দিলি রে কার মন ছুঁই!
শিমুলের দোদুল দোলা
চারিদিকে রং মহলা,
বাসন্তীর বিলাস যাপন
রঙে রঙে প্রেম আলাপন।
রাধিকার লাল চেলি ওই
ঢালে লাল তমাল শাখে,
শ্যাম আজ বাঁশি ছেড়ে
সোহাগে আবির মাখে।
ওলো রে ও ললিতা
বিশাখা চন্দ্রাবলী,
আন ফাগ পিচকারিতে
দে ঢেলে শ্যাম উপরি।
আহা, আজ পেয়েছি একা
শ্যামকে নিধুবনে,
আবির আর গুলাল যত
ঢালবো শ্রীচরণে।