যৌথ পরিবার একদা ছিলো জানি
থাকতো সবাই মিশে,
পরস্পরে বোধ বুদ্ধির পরশে
খুঁজে পেতো ঠিক দিশে।
ভুল ভ্রান্তি সব পলক ফেলতেই
ঘুচতো আঁধার ঠেলে,
পরিবারের সবে আলোকিত হরষে
মনটাকে দিতো মেলে।
হাসি কলকণ্ঠে সঙ্গীতে রঙিন
একসাথে পাত পেতে,
আনন্দ মুখর দিনগুলো যে ছিল
থাকতো সবাই মেতে।
দৃষ্টিকটু কিছু অশোভন আচার
দেখলে শোধন তরে,
স্নেহে ভরা হাত মাথায় বুলাতেন
শিক্ষার পথ ধরে।
সহসা কোথা হতে ভয়ানক দৈত্য
স্বার্থে মগ্ন হয়ে,
হানিলো স্বজনে নির্মম আঘাতে
বিবেক বোধটা ক্ষয়ে।
কুক্ষনে কুমতি নষ্ট সেযে অতি
একসাথে নাহি রবে,
পৃথগন্ন চায় বিলাস বৈভবে
আপনার সুখে সবে।
একান্নবর্তী পরিবারে ভাঙন
অণুর চলছে রাজ,
স্বার্থ মগ্ন মানুষদের দেখি
মোটেও নেইকো লাজ।
ছোট্ট পরিবার সঙ্কীর্ণ মন
কূয়োর ব্যাঙটি যথা,
বিপদের সময়ে অনুতাপের সাথে
ধুঁকে ধুঁকে মরা তথা।