রক্ত-ঘাম আর স্বপ্ন দিয়ে গড়ে তোলা ভবিষ্যতের দিকে তাকিয়ে
নিজেকে নিজে অতিক্রম করতে করতে
নিঃসঙ্গ যাপন করা কবিকেও একদিন
ফিরে তাকাতে হয় নিজের দিকে
নিজের অতীতের দিকে
জীবন যাপনের সব কিছুরই একটা অনুচ্চারিত অতীত থাকেই
তার সাথে থাকে বর্তমান ও ভবিষ্যতেরও
কোন না কোনও অন্তর্লীন যোগসূত্র
যাকে ঘিরে একদিকে দীর্ণ কোলাহল,অবদমন
ও আর্তনাদ ক্রমাগত আর
অন্যদিকে ধ্বংসময়তার আস্ফালন ও উল্লাস
এই যুথবদ্ধতা থেকে নিঃসঙ্গ যাপন করা কবিকেও
নিজেকে বিচ্ছিন্ন করতে করতে আত্মপ্রত্যয়ে জেগে ওঠতে হয়
আর তা পারে যে কবি ,সে যে কোন যুদ্ধের মুখোমুখি
চরম নিষ্ঠুরতার মধ্যেও অনায়াসে গান গেয়ে ওঠে ।
সেই কবিই তো জীবনের প্রকৃত যোদ্ধা ।