ফিরে আসছি — বলেছে শান্তিমা
রাতের পিঠে চড়েছে চার চাঁদ ,
যুদ্ধক্ষেতে ফলেছে চন্দ্রিমা
রাষ্ট্র পাতে , মানব ছেঁড়ে ফাঁদ ।
সভ্যতা – শ্রম জানে হরপ্পা
তিলে তিলেই তিলোত্তমা হয় ,
নিযুত পায়ের যোগফলে রণপা
ছুটেছে তাই রুখেছে সংশয় ।
মেকং আকাশ মিশেছে টাইগ্রিসে
আয়ুব ডানায় স্বস্তিকা জর্ডনে ,
ভল্গা পরাগ গঙ্গা গমের শীষে
সিন্ধুর পাল তুলছে আমাজনে ।
সাগর উড়ে পাহাড় ঘুরে নদী
পৃথিবীময় মেঘের উপত্যকায় ,
অপূর্ব ওম শিশিরে সম্বোধি
স্বপ্ন হলেও সত্য পদ্যপাতায় ।