যুগের চাকায় জীবন কায়ায়
সকল সুখ যে হারায়,
ঠাকুরমার সে রূপকথা আজ
যুগের ধর্মে ছাড়ায়।
বৃষ্টি মুখর রাতের বেলায়
দারুণ খুশির ভেলাতে,
ভূত পেত্নীর গল্প শোনা যে
নাতি নাতনীর মেলাতে।
পাইনে তো আর ঠাম্মা সোনার
হাতের তৈরী আচারে,
হোঁচট খেলেই আদর সোহাগ
বালাই ষাট ও বাছারে।
অঙ্ক কষতে ভুলটা হলেই
সবার বকুনি খাওয়া,
পরীক্ষা ভালো হলেই আবার
সোহাগ আদর পাওয়া।
অসুখ বিসুখ নাতি নাতনীর
বিষন্ন রয় সকলে,
আজকে কোথায় সোনালী সে দিন
লুপ্ত যুগের কবলে।
শৈশব আজ বইয়ের চাপে
নিষ্পেষিত যে সবাই,
যুগের কাহিনী বলবো কি আর
অনুতপ্ত যে সদাই।