ভাঙন ভরা কূলে মাঝি
যায় যে বেলা তোর,
এক্ষুনি তুই পাল তুলে দে
নইলে বিপদ ঘোর।
দেখ সবিতা ধীরে ধীরে
পশ্চিমে দেয় ডুব,
তরী খানা বাইতে তখন
কষ্ট হবে খুব।
রাতের বেলা নদীর স্রোতে
থাকবে জোয়ার রেশ,
তরী নিয়ে মাঝি রে তুই
নাকাল হবি শেষ।
কুরঙ্গী তোর অপেক্ষায় রয়
ফিরবি কখন ঘর,
তোর বিলম্বে জাগে যে তার
হৃদয় মাঝে ডর।
জলের তোড়ে তরী যে তোর
দুলছে উথাল পল,
নোঙর খুলে পালটি তুলে
চলরে মাঝি চল।