জীবন বড় অদ্ভুত বড় বিচিত্র বড় খেয়ালী!
অভিনয়ের মুখোশে ঢাকে যন্ত্রণার পসরা।
মুখ বুজে মনের বিরুদ্ধে করে চলে যাপন
মেকী ভালো থাকার অভিনয়ে।
এ যে যুগ যন্ত্রণার প্রতিচ্ছবি—
আধুনিকতার অসুখ!
সামাজিক নিষেধের বেড়াজালে ঘেরা এ জীবন বড় বেদনার!
সবই মেনে নিতে হয়, হয়তো মনের বিরুদ্ধেই!
জীবন রঙ্গমঞ্চের এইতো নিত্য নাটের খেলা।
সুখের অসুখে আবিল জীবন।
চাওয়া-পাওয়ার দ্বন্দ্বে মন বিভ্রান্ত।
সুখ না অসুখ এই ভাবনায় কাটে কাল।
যাপন যন্ত্রণার অসুখে সুখ খোঁজে উদাসী মনন
ঝরে পড়া সময়ের সাথে—
স্মৃতির মুকুরে মুখ ঢেকে!
অসুখের অলীক সুখ যাপন!