বিপন্নতায় ভরলে আকাশ
যন্ত্রণাদের তৈরী কোলাজ
আষ্টেপৃষ্টে বেধেই তখন
কষ্টগুলোর নেই যে লাজ|
আপদগুলোই স্বয়ং মনিব
অকাজ কাজের ভাবনাতে
কান্না-বন্যা উথলে উঠলে
নাকাল কাল চায় পালাতে|
পিঠটানেতে এদিক-ওদিক
জাঁতাকলের ত্রিসীমানায়!
ঘেরাটোপে সুখ-তালাশে
ভালবাসা মুখটি বাড়ায়|
সেই মুখেতে মুখটি রেখে
আস্বাদনটাই চমৎকার
বিষাদ-দিনে তেমন স্মৃতি
বাতিঘরের অহংকার৷
দুঃখ-সুখের ক্যানভাসেতে
যাপনচিত্র এমন আঁকি
আঁকার সময় হৃদ্-পাথারে
লক্ষ ঢেউয়ের টুকিটাকি৷