এখন নাগরিক ফুটপাতে হেঁটে বেড়াচ্ছে যন্ত্রমানব আর যন্ত্রমানবীর দল!
যান্ত্রিক পৃথিবীর যথাযোগ্য বাসিন্দা..
যান্ত্রিকতার নির্দেশ পালনের একপালা সাঙ্গ হলে শুরু হয় আরেক পালা।
শহরের আকাশে মেঘ জমে…
বৃষ্টি নামে…
দিন গড়িয়ে রাত হয়..
সারি সারি আলো জ্বলে ওঠে..।
কোনও হেলদোল নেই যন্ত্রপুতুলদের!
চোখের মণি গুলো নিষ্প্রাণ.. স্থির!
নেই কোনও থামার অবকাশ!
কেবল আছে চলন.. নির্দেশাভিমুখী!
বসন্ত উদ্যানে লাল হলুদের সমারোহ…
কোকিলের ডাক আর দখিনার আলোড়ন নিয়মমাফিক…
যান্ত্রিক এই দুনিয়ার প্রকৃতি বড় বেমানান!
এখানে কেবল কৃত্রিমতার অঙ্গুলি নির্দেশ আর অনুভূতিহীন উত্তাপহীন কলকব্জার সঞ্চালন!