কোথাও যাবার আগে মনে মনে এই মন
এমন উচাটন ও তৎপর হয়
যেন সেখানে যাবার এত তাড়া থাকে যে
অন্য কোনও জরুরী যা কিছু তা
অনেকটাই গৌন মনে হয়
কোথাও যাবার পর
সেখানকার সব প্রয়োজন মিটিয়ে শেষে
নিজেকে নিজেই একান্তে বলি
হাত পা ছড়িয়ে এবার দুদন্ড জিরোও দেখি
তারপর স্বস্তির নিঃশ্বাস নিতে নিতে
খুশিতে ক্রমশঃ এমন খান খান হয়ে যাও
যেন কোথাও যাবার আগের সেই ভাবনাগুলো
অজান্তেই নিরিবিলি কোথাও হারিয়ে যায়
কেবল যাবার আগের ও পরে্র জরুরী টুকিটাকি তৎপরতা
আর প্রণোদিত মুহূর্তগুলো
উদ্বিপ্ত মনটাকে ভীষণ আবিল করে দেয় বলে
পরিবর্তিত পরিস্থিতির যে বদলে যাওয়া
মুহূর্তগুলো পাবে
দেখবে,তাদেরকে একটা অদ্ভুত রোমাঞ্চ
এমন ভাবে বেমালুম ছুঁয়ে আছে যে
ব্যবধান থেকে গেছে শুধুই সময়ের
মাথা ভাঙলেও কোথাও যাবার আগের
অথবা ফিরে আসার পরের মুহূর্তগুলো কখনও
একই ভাবে জীবনে ফিরে আসবে না আর ।