যেদিন যাওয়ার সময় হবে
সেদিনই যাব চলে,
নয় তার একদিন আগে
নয় তার একদিন পরে।
যেদিন আসার সময় হয়েছিল
সেদিনই এসেছিলাম,
নয় তার একদিন আগে
নয় তার একদিন পরে।
এই যাওয়া আসা কোনোটাই নেই আমাদের হাতে,
যাঁর হাতে আছে সবকিছু তিনি ‘ঈশ্বর’ নামে পরিচিত এ জগতে।
যেদিন যাওয়ার সময় হবে
সেদিনই যাব চলে,
নয় তার একদিন আগে
নয় তার একদিন পরে।
যেদিন আসার সময় হয়েছিল
সেদিনই এসেছিলাম,
নয় তার একদিন আগে
নয় তার একদিন পরে।
এই যাওয়া আসা কোনোটাই নেই আমাদের হাতে,
যাঁর হাতে আছে সবকিছু তিনি ‘ঈশ্বর’ নামে পরিচিত এ জগতে।