যদি ফিরিয়ে দাও তবে
আসবো না আর ফিরে তোমার
দ্বারে
আবেগের সকল দ্বার রুদ্ধ
করে কাঁদবো না যেন আর কোনো
অভিমানে।
একাকী আধো ঘুমের ঘোরে
নিকোটিনের বিষাক্ত ধোঁয়ার ঘ্রাণে
অবজ্ঞার নোঙ্গর ফেলে
অপাংক্তেয় জীবনের উচ্ছিষ্ট টুকু নিয়ে
বিড়ম্বিত লোকালয় ছেড়ে
উপেক্ষার পথ ধরে
আমি লাশ হয়ে যাব চলে চিরতরে।
অপেক্ষার বিরাণভূমিতে অযাচিত কল্পনার
স্রোতে
ক্লান্ত হৃদয় আজ হয়েছে নিথর
হয়তো,
মিলন হলে মৃত্যু হত প্রেমের!
স্বপ্নের সাদা চাদর বিছিয়ে বিদায়ের বিষন্ন
আঁচলে
অতৃপ্তির কালো বাসনা যত বক্ষে জড়িয়ে
কাব্যের মত
কথার ভিতরে কথা গেঁথে
বিবাগী মন নিয়ে অভিশপ্ত শহর ছেড়ে
আমি লাশ হয়ে যাব চলে চিরতরে।।