তুমি কি জানো_
রোজ রাতে রেখে আসি
তোমার দক্ষিণের জানালার নিচে
শিশির ভেজা একটা সাদা ফুল
আর একটা আড়বাঁশি
অপেক্ষায় আছি
যদি কোনদিন ছুঁয়ে দাও
দিগ দিগন্ত জুড়ে বেজে উঠবে
ভৈরবী সুর
সুরঞ্জিত হয়ে যাবে ভোরের আলো
সব পাখি গেয়ে উঠবে একসাথে
যদি কোনদিন
তুমি কি জানো_
রোজ রাতে রেখে আসি
তোমার দক্ষিণের জানালার নিচে
শিশির ভেজা একটা সাদা ফুল
আর একটা আড়বাঁশি
অপেক্ষায় আছি
যদি কোনদিন ছুঁয়ে দাও
দিগ দিগন্ত জুড়ে বেজে উঠবে
ভৈরবী সুর
সুরঞ্জিত হয়ে যাবে ভোরের আলো
সব পাখি গেয়ে উঠবে একসাথে
যদি কোনদিন