কুশিয়ারার তীরে সূর্যাস্তের সেই অপরূপ সন্ধ্যা
অস্তরাগের মায়াবী কনে দেখা আলো মেখে নামছে, আজো স্রোতের কলতানে বুকের গভীরে ভালোবাসার ওমের উষ্ণতা টের পাই জানো?
জলদর্পণে তোমার ছবি ।
কেমন অনুভূতির দ্যোতনায় নিশ্চল চেতনা।
চারপাশ জুড়ে ধূসর রঙের চাঁদোয়া যেন।
দুটো গাঙচিল ওড়ে গেল টুই টুই মিউজিকে।
তারপরেই সব চুপচাপ,
নদীপাড়ে কদম ফুলের সুবাস !
বাতাসের গায়ে ভেসে আসছে ,ভারী মিষ্টি!
আচ্ছা,কত কত সন্ধ্যাই তো দুজনার এখানে কেটেছে,
হৃদয়ে পলাশ শিমুল ফুটেছে ভালোবাসার লাল রঙে,
হৃদয়ে মিলেছে হৃদয় নদীর সৈকতে মুগ্ধ প্রহরের তন্ময় আবেশে দোলায়িত হয়ে,
তারপর,সময়ের ঢেউয়ে ঢেউয়ে কত পটবদল তাইনা!
সে যাকগে, এ্যাই শুনছ,আমাকে একটা মৌন মুখর নিবিড় সন্ধ্যা দিতে পারো?
সেই আগের মত করে?
খুব ইচ্ছে করে জানো,অবশ্য ইচ্ছেটা আগেও ছিল,
বলবো ভেবেও আর বলা হয়নি।
আজ যখন ,তোমার ফিরে আসার খবর এলো,
মনটা আকুপাকু করে উঠল জানো!
এসোনা,এবার সব ভ্রুকুটিকে তুচ্ছ করে নিজের খুশিতে বাঁচার সুখটুকুর স্বাদ নেই,
এবার মনের সুখে তোমার হাত ধরে কুশিয়ারায় অবগাহন করবো,
একগলা জলে ভিজে ভালোবাসার আশ্লেষে মন ভরে নেবো,
একটা মৌন মুখর নিবিড় সন্ধ্যা আমায় দেবে তো?
বিশ্বাস করো,তোমার কোন আক্ষেপ রাখবোনা,
আমার সবটুকু নির্যাস ঢেলে তোমায় সুরভিত করে দেবো ,দেখে নিও-
ভালোবাসার উত্তাপে তোমাকে ভরিয়ে দেবো ,
তৃষিত উষ্ণ ঠোঁটের নিবিড় সোহাগী চুম্বনে।
তোমার রোমশ বুকে বেতস লতার মতন জড়িয়ে থাকবো জীবনের বাকি পলটুকু,
প্রতীক্ষার অধীর প্রহরগুলো তোমার পথ চেয়েই-
একটা মৌন মুখর সন্ধ্যা আসুক আমাদের মাঝে ভালোবাসার পারিজাত সুগন্ধি মেখে-