জীবন ধারার গতিপথে কত স্বপ্নের হারিয়ে যাওয়া,
স্পর্শকাতর কোনো অনুভূতির স্মৃতির ছোঁয়া ফিরে চাওয়া।
সেই আশাতেই অনুসন্ধিৎসু মন হয় কখনো পাগল পারা,
নিখোঁজ সত্যের দ্বিরাগমন হলে খুশিতে হয় অন্তর আত্মহারা।
উদ্বেল হওয়া প্রাণ মন সব, ব্যাকুলিত নয়ন তৃপ্ত রয়,
প্রতীক্ষারত তৃষিত হৃদয় প্রেম সুধাধারে চকোরী হয়।
আঁধার ফুঁড়ে মন আকাশে কৌমুদী হেসে আলো ছড়ায়,
উদাসীন মন রঙিন রঙে রঞ্জিত হয়ে হরষে হারায়।
মনের কথা মনের মানুষ বুঝে সেও কাতর তায়,
মান অভিমান মাশুক হৃদি অনুরাগেতে ভরে যায়।
হঠাৎ পুলকে মন চঞ্চল স্মৃতি মেদুরতা বেদনা বিধুর,
প্রহর ঘনায় পূর্বরাগের আবেশ হৃদে তোলে সুর।
জাগে জীবন মুছে আবরণ নতুন আলোর সাথে,
প্রিয় সাথ পেয়ে প্রেম সোহাগে মনন আবেগে মাতে।
মধুর যামিনী মোহিত চিদাকাশ মন ভালো লাগা গান,
সন্ধ্যাতারায় ভরা আলোকে সত্যের মদালসা তান।
চিত্ত মাঝে খুশির হিল্লোল শিহরণ তোলে গায়,
দূরে চলে যাওয়া প্রিয়র আগমনে একরাশ প্রীতি ছায়।
ভুল বোঝাবুঝির পরিণামে প্রাপ্তি বিরহ ব্যথার ভার,
দ্বিরাগমনে অবসান হলো, অবশেষে প্রসন্নতা চিত্তে অপার।