মেয়ে তুমি আগুন জ্বালাও,
পুড়িয়ে ছাড়খার করো নৈরাজ্যতা।
রণং দেহি মূর্তি ধরে; মাতৃশক্তির প্রতিভূ রূপে,
মুখোশধারী অসুরগুলোকে জ্যান্ত জ্বালিয়ে মারো।
তোমার মর্যাদা দিতে জানেনা অসুরে ভরা এ সমাজ,
রাত দখলে কিছু হবেনা, চাই চরৈবেতি সংগ্রাম।
আওয়াজ তোলো দস্যুর বিরুদ্ধে,
মুখোশ খোলো টেনে,
রক্তলোলুপ কামুক পিশাচ দেখলে তার চরিত্র প্রকাশ করো, সমাজে এনে।
মেয়ে তুমি সহ্য করলে বিপদ আসবে কালে,
মানুষরূপী হায়না গুলোকে চিহ্নিত করে,
মারো সদলবলে।