মেয়ের স্মৃতি ভাসে
আদিবাসী মেয়ে ছুটকি। ভীষণ ছলবলে। পাড়ার সবাই ভালোবাসে। পাড়ায় নতুন এসেছে এক পাঞ্জাবি ট্রাক চালক। ভাড়া থাকে। ছুটকিকে খুব ভালোবাসে। ভালো খাবার কিনে প্রতিদিন ডেকে হাতে দেয়।
পাড়ার ছেলে বাবু বিষয়টা লক্ষ্য করে। ছুটকিকে শাসিয়ে বাড়িতে গিয়ে বলে, ব্যাপারটা ভালো ঠেকছে না, বুড়োর উদ্দেশ্য মহৎ নয় মনে হচ্ছে, কোনদিন ছুটকিকে নিয়ে উধাও হবে।
ব্যস কানে কানে সেই বার্তা রটে গেল ক্রমে। দলবল নিয়ে পাঞ্জাবির বাড়িতে পাড়ার ছেলেরা হাজির। ছুটকিকে এত খাবার এনে দেওয়া , ভালোবাসার কারণ কি!
পাঞ্জাবি বললেন, দেশের বাড়িতে ছুটকির মতো তার একটি মেয়ে আছে। ছুটকিকে দেখে তার স্মৃতি মনে ভাসে। মেয়ের কথা মনে পড়ে।
মেয়ের মতোই স্নেহ করে ছুটকিকে।