আদিম চোখে নিতল গুহায় আলো
প্রাক -ইতিহাস লেখা উদোম গায়ে ,
ঠোঁটের কোনে শস্য শীষের ঢেউ
জলপ্রপাত লেপ্টে আছে পায়ে ।
লক্ষ যোজন কৃষ্ণ ছায়া হেসে
গড়িয়ে পড়ছে মুক্ত ও কুন্তলে ,
বুকের ভাঁজে দৃপ্ত উপত্যকা
এক দাবানল সুপ্ত সু – অঞ্চলে ।
হরপ্পা- ভ্রূণ অতীত গর্ভে চুপ
বনস্পতির গগনচুম্বী মুখ ,
নদীর ঢেউ এ হয়নি তো ভাঙচুর
মেয়ের জন্য দাঁড়িয়েছিল সুখ ।
সুখের অর্থ পায়নি কোনও বাঁধ
বৃষ্টি বেদম পাক পাললিক শিলা ,
ও মেয়ে তোর ভয়ে পালায় চিতা
ভয়ের মানে ? থমকে দাঁড়ায় ছিলা !