বিশুদ্ধ ভালোবাসা সত্যিই দুর্লভ,
সহজে মেলা ভার।
কবির ব্যাকুল মন উদাসী পথে অতীতে হাতড়ায়।
কথা ছিল মেঘ আমি হলে তুমি হবে রোদ্দুর।
তোমার ভাবনায় আলোকিত মনে না থাকি যদি কোথাও।
তবে দোহাই তোমার,
লিখতে বসে মনের মাধুরী মিশিয়ে আমার জন্য লিখো না আর কোন কবিতা। অন্তরেতে জমুক বসন্তের অভিমানী লাল পলাশের সুগন্ধী বাতাস!
পরের জন্মে যদি মেঘ হই
তুমি হবে কি আমার নীল আকাশ।