মেঘ মালা ! মেঘ মালা! যাবি কোথা ভেসে!
যাবো আমি সাথে নিবি দূর সেই দেশে ?
সাধ জাগে তোর সাথে নভ মাঝে ভাসি,
তোর আড়ে মুখ ঢেকে দেখি তারা রাশি।
সাদা মেঘে মাখা তোকে দেখে লাগে ভালো,
মুখ ভারী দেখে সখি নিভে মনে আলো।
বারি হয়ে নেমে এলে এই ধরা বুকে,
সোনা ধানে মাঠে ভরে চাষি হাসে সুখে।
তোর ছোঁয়া পেলে কেয়া কুঁড়ি মেলে হাসে,
ফুল বাগে রঙে রঙে ফুলে থাকে রাশে।
মেঘ মালা এলি বলে কেকা পাখা মেলে,
অলি দলে হৃদি সুখে ফুল বনে খেলে।
মেঘ মালা আয় দেখি,বোস এসে কাছে,
খুশি খুশি রবো গানে মন সুখে নাচে।
হীরে সম রূপ শোভা দেখে লাগে ভালো ,
তোকে ঘিরে ছড়া লিখি হৃদে জ্বলে আলো।