আমার অপরূপ ভুলের কল্পনাগুলো
তোমার বিজন আড়ালের বিলে
জলজ্যোৎস্না হয়ে ফুটুক ।
প্রশ্রয়ের পরাগ -চোখে কবিতার স্বপ্নেরা
বসন্তের বৃষ্টি দৃশ্য হোক ।
সাজানো সংলাপও অভিনয়ের পরশমণিতে
মালিনী মঞ্চের শকুন্তলা হয়ে ওঠে ।
অভিনয় শব্দে তোমার আপত্তি থাকবেই
ধরে নিয়ে স্বপ্নের ঢ্যাঁড়া দিলাম এই ।
তোমার মনের সত্যপীঠে আমার আসল
আসন কোনখানে , প্রকাশ্যে এনো না ।
বরং মেঘের মধ্যে রেখো
মানসী নামের আগে চন্দ্রবিন্দু এঁকো না ।