মেঘ ছানারা ঘুরে বেড়ায়
লুকোচুরি খেলে
পুজো পুজো গন্ধ আসে
শরৎ মামু এলে!
মামী দেখি কাশের বনে
আনন্দতে খেলে।
পদ্ম মাসী ফুটে আছে
সকল খালে বিলে।
উমা খাবে মন্ডা মিঠাই
বাপের বাড়ি গেলে
নতুন নতুন জামা পরে
সকল ছেলে পিলে।
মেঘ ছানারা ঘুরে ঘুরে
এদিক ওদিক খেলে
কখনো খুব কান্না পায় গো
ঢাকের শব্দ পেলে।