থাকবন্দী জন্মজীবনীর সিঁড়িস্বাদ
পান করে জাতিস্মর হয়েছি , জীবন ।
স্মৃতিসংসারে , রিম রিম অপত্য ক্ষমার দৃশ্য
জমা করে গেছে সময়সীজার ।
হাফ- ফুল প্যান্ট পরা বহু বন্ধুজন
রয়েছে অদৃশ্য এক মহা কুয়াশায় ।
অসুখী মৃত্যু এসে নিয়ে গেছে
সৃষ্টি নয় , কতক শরীর ।
অভিজ্ঞ মন জানে , ক্যাকটাস কাঁটার গোপন দুঃখে
ফোটে মরুগোলাপের জাতক বৃষ্টিসুখ ।
নতুন ভ্রূণের যাদু শ্বাসে
প্রতি দিন কমে বাড়ে বিচ্ছেদ মেদ ।
—চলে যাওয়া সোজা নয়
বলে’ যায় আমাদের পান্থ কানে
ছুঁই ছুঁই দ্রুতগামী আশা ।
কেউ কি শুকাতে পারে , ঢেউ না ফুরালে ?