আজ পনেরো বছর পর
তোমার শহড়ে গেলাম
অন্যখানে দেখা হয়েছে যদিও
সে দেখা হয়তো অপূর্ণ
তোমার শহড়ে দাঁড়িয়ে
তোমাকে ছোঁয়া
তোমার হাসি আমার দুই চোখে মেখে নেওয়া…
এগুলোর স্বাদ তুমি বুঝবেনা
ভুল বললাম
আমি বোঝাতে পারব না।
তোমার ঘরের দরজা যেই খুলে গেলে-
আমার সরল অথচ কঠিন
অতীতে যাওয়ার যন্ত্র সচল হল
তোমার রবীন্দ্র সঙ্গীত গাওয়া
তোমার একের পর এক আবৃত্তি করে শোনানো
সব যেন প্রচন্ড স্পষ্ট উজ্জ্বল
তোমার চার দেওয়াল জুড়ে
লাল লাল বইয়ের উত্তাপে
আমার ক্ষত গুলো আরাম পেল
জানলা দরজা হীন আমার ঘরে
আজ রৌদ্র-উৎসব