এবার মুক্তি দাও! দুর্বহ যাতনা থেকে,
বেরিয়ে আসতে দাও ঝড় ওঠার আগেই ,
আমৃত্যু বন্ধনের দুর্বিপাকে অনর্থক জড়িয়ে রাখা!
দুর্বোধ্যতার প্রাচীর ভাঙার অমোঘ নিয়তি!
বিপন্ন বিস্ময়ে হতবাক, তবুও আলোর আশায়,
নিরন্তর ছুটে চলা শুধু জীবনের টানে।
অপেক্ষার ক্লান্তি ভরা শ্রান্ত দুনয়ন,
চায় ভালোবাসা আর নির্মল আশ্বাস ।
কত কিছুই তো আজও অধরা অন্তরে ,
তবুও বেদনার্ত হৃদয় আলোর প্রহর গোনে।