“মুকুল” সে তো মুকুল হয়েই
চিরকাল রইবে।
ফুলের মেলায় ভরিয়ে দিয়ে
মৌমাছিদের গানে হৃদয় ভরবে।
শাকসব্জীর পসরা নিয়ে
দামোদরের স্রোতের টানে
মুকুল সদাই রইবে।
মুকুল যখন সাথে আনে
বসন্তের ওই দিনগুলি,
সরষে ফুলের ক্ষেতের মতো
মন ভোলানো ফুলগুলি।
ডাকবাংলোর হাতছানিতে
ঘরে থাকা না যায়
মুকুল এলো শিল্প সাথে
খুসির বন্যায় ভাসবি আয়।
গুটি গুটি পায়ে মুকুল
পঁচিশ বছরে পা দিয়ে
স্বনামধন্য করেছে নিজেকে
সকলের ঘরে ঘরে।
এমনিভাবেই এগিয়ে চলুক
এইটুকুই কামনা
রোদের মাঝে হাসির ঝিলিক
হৃদয়পুরের বাসনা।