মিশুকে হাওয়ায় উঠলে জেগে
মন পায় ক্ষুরধার গতি
বুদ্ধি এখানে নিছক খেলনা
সময়টা সুখী প্রসন্ন অতি।
মিশুকে হাওয়ায় চওড়া বুকে
খেলে বেড়ায় সুখের ব্যঞ্জন
খোলা বাতায়নে শীতল স্পর্শে
মেপে পা ফেলে সেই সজ্জন।
মিশুকে হাওয়ায় দূরে ঠেলি
হৃদয় থেকে দুঃখ নিয়ে
পলকা মনন তখন বোঝে
প্রীতির সাথে হচ্ছে বিয়ে।
শিয়রে বুঝি এমন সমন
ক্ষণিকের জন্য বন্ধুবৎসল
শত্রুদের সব বিদায় দিয়ে
মিশুকে হাওয়ায় দারুণ ফসল।