চাঁদকে নিয়ে ছোট থেকেই শুনছি গণ্ডগোল
পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবোল।
কেউ বলেছে পূর্ণিমা চাঁদ ঝলসানো এক রুটি
ঠাকমা বলে চরকা বুড়ি রাখে নাকো ত্রুটি।
যদি, চাঁদের মতো চন্দ্রমুখী প্রিয়তমা হয়
কবির কথা কাব্যে শুনি মনের মধ্যে রয়।
পূর্ণিমাতে চন্দ্র কলার বাড়া কমা হয়
প্রিয়ার মুখে অমাবস্যা কারোর সহ্য নয়।
বিপদ বুঝি অমাবস্যায় আনন্দে পূর্ণিমা
গল্প গুজব কান্নাহাসি প্রিয়ার মুখে চুমা।
চন্দ্রমামা পূর্ণিমাতে কপালে টিপ দেয়
খোকা খুকুর হাসি দেখে মনটা ভরে যায়।
অমাবস্যায় চন্দ্রমামা কোথায় যে ডুব দেয়
হাতে চাঁদ পেয়ে কারোর বুদ্ধি নাশও হয়।
মিলন তিথির পূর্ণিমা চাঁদ জীবন করে আলো
আলো আঁধার যা থাকুক না মানিয়ে চলাই ভালো।
মানিয়ে চললে চাঁদের আলো নইলে শ্রীমুখ কালো
বিচ্ছেদ নয় স্বপ্ন ভঙ্গ আঁধার নেমে এলো।
জীবন মোদের চাঁদের কলা কান্না হাসির খেলা
আলো আঁধার সব জীবনে দুঃখ সুখের দোলা।।