Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মিথ্যে ভালোবাসা || Rimpa Laha

মিথ্যে ভালোবাসা || Rimpa Laha

মিথ্যে ভালোবাসা

আজ অনেকদিন পর তোর গলাটা শুনলাম |২ নং সিমটায় ফোন করেছিলি তুই | নং টা ঠিক বুঝতে পারিনি|আসলে অনেকদিনের অনভ্যেস তো |দু বছর হল কোনো যোগাযোগ নেই আমাদের|একটা সত্যি কথা বলব?কদিন হলো তোর কথা খুব মনে পড়ছে |না … না…. আমি খুব ভালো আছি |বিশ্বাস কর…. প্রলয়,আমার বর আমায় খুব সুখে রেখেছে |ওকে বলিনি তোর আমার সম্পর্কের কথা|অবশ্য বলার মতো তেমন কিছু নেইও | তবে তুই জানিস কি জানি না
তোকে সত্যি মন থেকে চেয়েছিলাম|তুইকথায় কথায় মিথ্যে বলতিস তাও বারবার তোকে ক্ষমা করেছি|তোকে আমি কখনোই হারাতে চাইনি|কিন্তু আমার শরীরটা বেশী প্রয়োজনীয় ছিলো তোর কাছে|সেটা আমার হোক বা অন্য কারো |That was not important for you.যেদিন প্রথম জানলাম এই কথাটা খুব কষ্ট পেয়েছিলাম মনে মনে|নিজেকে অনেক বুঝিয়েছি|…তবুও sub conscious mind এ কোথায় যেন তুই রয়ে গেছিস ভ্রান্ত ভালোবাসার প্রতীক হিসাবে |
আজ কেন আবার ফোন করলি….কিসের জন্য।খুব ইচ্ছা করছিল তোর গলাটা শুনতেই থাকি,,,,একটু কথা বলি তোর সাথে,,,,পরক্ষনেই নিজেকে সংযত করে নিই,,,এ কি ভাবছি আমি,,,,না এ অন্যায়,,,অন্ধকারে হারিয়ে যাওয়া অতীত তোকে মিশিয়ে দিলাম গভীরে,,,কাজল কালিমায়,,,,আর একটা কথা,,,তোর সব অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি ,অনেকদিন আগেই,,,তাই এই আর্তিটা নিজের মতো করে আগলে রেখেছি,,,,ভালো থাকিস,,,,
আচ্ছা তোর মাথার যন্ত্রনাটা এখন কেমন আছে,,,ভোরের ঠান্ডাটা লাগলেই যন্ত্রনাটা বাড়ত।কিছুতেই টুপি ব্যবহার করতিস না,,,কত ওষুধ,ডাক্তার,ইনজেকশন কিছুতেই কমত না ।না আমার কিছু না,,,আমি ওসব নিয়ে আর ভাবি না।ঈশ্বর তোকে ভালো রাখুক,,,,বেঁচে থাক মিথ্যে ভালোবাসা,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by WordPress