কিছু ছিলনা কোনোদিন, কিছু নেই আজও।
রাতের মত রাত হয়, দিনের মতো দিন
শ্রাবণের বিদীর্ণ বিকেলের মত জীবনে রঙধনু হয়ে জ্বলতে থাকেন ইনি
আমি ভুলে থাকি নিজের পরিচয়, হেরে যাওয়া, বিষাদ।
উনি বলেন, হাসি এবং জয় সমানুপাতে চলে
আমি হাসতে থাকি। জিততে থাকি।
একদিন কাঞ্চনজঙ্ঘা থেকে বঙ্গোপসাগর অবধি বাড়ির সামনে এনে দাঁড় করাবো
একদিন অঞ্জলী জুয়েলার্সে নিজের গুদাম ঘরের মতো নিয়ে গিয়ে দাঁড় করাবো
একদিন একটা গোটা নিশ্চিন্ত জীবন এনে চৌকাঠে রেখে দেবো। সেদিন কেমন হাসবেন জানিনা।
তবে এখন স্পষ্ট দেখছি
উনি হাসছেন। হেসেই যাচ্ছেন।
জিতিয়ে দিচ্ছেন, অদ্ভুতরকম..