নীল আকাশে যখন রাতে হাজার তারা জ্বলে,
আমি তখন মা’কে খুঁজি সেই তারা’দের দলে!
আবার বলি, যাও’না বাবা আনতে খুঁজে মা’কে,
বাবা বলে, চলে গেলে আসবে কি আর ডাকে?
বাবা’র মত দু-চোখ ভরে আমার চোখে জল,
বাবা বলে এই ছবি দ্যাখ, মা তোর অবিকল!
পাগলি খুকু কাঁদিস কেন মিছে মা’য়ের তরে,
তোর মা’মনি ঠিক রয়েছে স্বর্গ আলো করে!
ভোর বেলা’তে শুক তারা’কে জানাই মনের কথা,
সেই আলো’তে মা রয়েছে শুনতে আমার ব্যথা!
বাবা বলে জানলা খুলে চেয়ে সুদূর পানে,
মা’কে খুজিস? হারিয়েছে সে, নিঠুর অভিমানে!
আয়’রে খুকু, আয় মা সোনা জাগিস নে তুই রাত,
তোকে ছুঁয়ে নিতুই আছে মা’য়ের আশীর্বাদ!