তোমাকে যখন সুন্দর লাগে, তখন আমার হাতে কোন নোংরা লাগে না।
একটি বালককে মারতে মারতে নিয়ে চলেছো, তোমরা কারা?
পৃথিবী তো এতো নিষ্ঠুর ছিল না
আমি আকন্ঠ ডুবে আছি হরিনাভির গন্ধে
একটা বাচ্চা ছেলের পিঠে চলেছে কিল চড় ঘুষি
এই নাও আমার পিঠ, মারো এখানে, আমার লাগবে না।
সহস্র এক ফণা ছিল আমার ভেতর, তুমি তাদের সহস্র এক চুমু খেলে
সহস্র এক বছর বাদে এই প্রথম তারা ঘুমোলো
কিন্তু আমি জেগে
পাশের বাড়ির জানলায় তোমরা কারা, পাশের বাড়ির ক্ষতি করো না
ক্ষতি যদি করতেই হয় করো আমার, আমার এখন গায়ে লাগবে না।
আমি এখন আকন্ঠ জলে, আকন্ঠ স্থলে, সুরায়
মাটি যেন আকন্ঠ উঠে এসেছেন
নদীর তলায় আমার জুতো, নদীর পাড়ে আমার জামা
গাছের মাথায় একটা মোজা, আর একটা মোজা আকাশ দিয়ে
চলেছে ছায়াপথে।
আমি কি কিছু বোঝাতে পারলাম? তার মানে আমি ন্যাংটো
ন্যাংটোর আবার ভয় কিসের?
বালকটিকে তোমরা মেরো না
মারো আমায়, এখন আমি যে কোন আঘাত সহ্য করতে পারবো।