সাত খুন মাফ ! সাত খুন মাফ !
নিজের ছন্নছাড়া দামাল অপরাধে গলতিতে
কখনোই বোধগম্য সীমানায় অরাজী খুশীভাব,
জ্বালাতন কোণঠাসায় চুপিচুপি বিকিরণ তাপে
দুর্বাশার অভিশাপ যেন ওতপ্রোত জড়িত –
ফাঁদ কেটে অশুভ বাঁচার বিশ্রী তৎপরতা
জ্বলে উৎসাহিত দুর্দম এক ঘন জঙ্গলে,
তবুও পিছল পথেঘাটে ব্যাকরণ-বর্জিত
হাঁটতে হাঁটতেও ব্যস্ত হয় কুস্মৃতির দঙ্গলে।
গা-হাত-পা মাঝে মাঝে অসুস্থতাকে ঠেলে বহুদূরে
বাঁকা শিরদাঁড়ায় প্রাণ-স্পন্দনে পাখির আনচান।
সাত খুন মাফ ! সাত খুন মাফ!
ক্ষমা-ঘেন্না নয়কো অসহজ ধীরে ধীরে ,
সঠিক পদক্ষেপে হিসেবের অঙ্কে আলোকে
কলুষ ধুয়ে যায় সেজেগুছে, আরেক জীবন
অগ্রগমনে খোলে সৎসাহসের পরিচয়ের
বরণডালা, সতেজ সজীব মুহূর্তগুলোর পরিপূর্ণে
চমৎকার বাঁচার ভাপ।