আমি যেদিন জন্মেছিলাম
ছেলে বলে সকলে আনন্দেআত্মহারা
তারপর মা ,ধাইমা চমকে ওঠেন
সকলের মুখে একটা কথা চুপ চুপ
দেওয়ালের ও কান আছে।
ধীরে বড় হলাম আমার অবয়ব ছেলের —
কিন্ত্ত অন্তর নারীর ছাঁচে গড়া
আমার প্রশ্ন আমিটা কে?
কেউ বলে আমি ছক্কা, হিজড়া কিন্নর,হোমো
বলতে পারেন আমার কি দোষ?
আমার জন্য বাবা – মায়ের চোখের জল
পাড়াপড়শির আত্মীয়স্বজনের কোচকানো ভ্রু।
মা বলেছেন আমার একটায় পরিচয়
আমি সবার মতো মানুষ।
পাড়ার নগেন জেঠু আমায় বলেছেন
আমি নাকি হীরার চেয়ে ও দামী।
কমপক্ষে তাঁর ছেলের মতো
ধর্ষক হয়ে জন্মাইনি।
বহু কষ্টে মিলেছে তৃতীয় লিঙ্গের সম্মান
সব স্হানে পুরুষ,স্ত্রী,তৃতীয় লিঙ্গের আলাদা পেয়েছি মান।
আমরা ও বাঁচব সাধারণ মানুষের মতো