এমনি করেই বয়ে যাচ্ছে
সব বেলা
ঝুল শূন্য ঘর
মন-ঘরে
কালো পোকার বাসা
কৌটো খোলা দরকার – বিদ্রোহ
অথচ
খুললেই অস্ত্র হাতে দৈত্যের আগমনে
ফুরিয়ে যায় দূর্বাঘাস
অভিশাপের মুখে
প্রদীপ জ্বলাতে চাই
ছোট ছোট আকাশের নীচের
পুতুল গুলো ক্রমশ
চারপেয়ে হয়ে উঠছে
এখন খাঁটি আগুনের
প্রয়োজন