নমনীয় সময়ের নোয়ানো নয়ানজুলিতে
ঝাঁক ঝাঁক বসন্ত মেখেছি কতো ,ভরাট বিরহ !
উদার উর্বশী নদী স্রোতসেতু হয়ে
বসে ছিলো পাশে , বিনিদ্র যৌবন !
বিনা মদে মাতাল হয়েছি অকারণ , হাসির শৈশব !
জীবনের অভিজ্ঞ চুনে পুড়ে পাতার শরীর থেকে
খসে পড়ে দিগন্ত বিস্ময় ।
কী কঠিন সার স্মৃতি দৈত্যের মতো
বেঁধেছে শক্ত করে সময়ের সুর ,
মিলনেও সরগম শূন্য মনে হয় ।
মানবিক জ্বর ঘোরে রোম রোম রসের নাভিতে ।
অপ্রতিদ্বন্দ্বী এই জীবনের মানে বই খোঁজে
বাঁশফুল মড়কের বিষাদ ভূমিতে
বারবার ফিরে আসি যোগ্য জন্ম পেতে
এক অতৃপ্ত ভরপেট প্রমত্ত পেটুক ।