হিংসা বিভেদ ছাড় রে সবে
আছিস যদ্দিন এই না ভবে
রাখিস হুঁশ ও মান,
মনের কালি মুছে দিয়ে
থাক্ না মানবতা নিয়ে
ঠিক জুড়াবে প্রাণ।
মুখোশ পরে হেঁটো নাকো
মানবতার মন্ত্র শেখো
পাবে চিত্তে সুখ,
কপটতা রাখো দূরে
প্রীতি থাকুক হৃদয় জুড়ে
ঘুচবে সকল দুখ।
সত্য ধর্মে রাখলে মতি
বেলাশেষে হলে গতি
সকল দুঃখ নাশ,
মানব সেবায় মনটা রেখে
স্নেহের পরশ দিলে মেখে
করবে সুখে বাস।