মানবতা শুভ বুদ্ধি
হারাচ্ছে আজ সবে,
হিংসা – দ্বেষে ছল কপটে
চলছে মানুষ ভবে।
সুমনোভাব নেইকো কারো
কালি ভরা মনে,
মনুষ্যত্ব ঝেড়ে মগ্ন
আপন স্বার্থ সনে।
মানুষ নামের তকমা এঁটে
অমানবিক হয়ে,
লোভের রুটি সেঁকে চলে
বিবেক বোধের ক্ষয়ে।
অর্থ লোভে আঘাত হানে
আপনজনার বুকে,
আঁধার পথের পঙ্কিলতায়
তাইতো মরে ধুঁকে।
সময় থাকতে হুঁশে ফেরো
চলো ন্যায়ের পথে,
অবক্ষয়ের থেকে বাঁচতে
চড়ো সত্যের রথে।