মানচিত্রে মানুষ থাকে , মরুবালি নয়
এ কথা অ্যামিবা বোঝে , সীজারেরা নয় ।
তাই কি বসন্তে বোমা , বাঙ্কারে শ্বাস
মৃত স্বাদে তান্ত্রিক সারে প্রাতঃরাশ !
এ কোন পিশাচ প্রাণ , ফুসফুসে ফাল
শতাব্দী ফুঁড়ে পায় স্বদেশের হাল !
আকাশ পাড়ে না ডিম , মানুষেরই ভুলে
যুগে যুগে জন্মায় কাঁচা মাস্তুলে ।
সহযোগী সহবাসে বাড়ে শয়তান
একা কেউ হতে পারে দাগ- খতিয়ান ?
শোকে শোকে শোকহীন বুড়ো দিনলিপি
সারি সারি শীতঘুমে বল্মিক ঢিপি ।
যিশুর রক্তে কালো এ ভূমির রাত
জাতকই জাগাতে জানে আজানু প্রভাত ।