অঝোর ধারায় বৃষ্টি,
ব্যালকনিতে চা খেতে খেতে দেখছিল অধীর,
বৃষ্টি গুলো কেমন অনাগত অতিথির মতো
ছুটে আসছে মাটিতে,
এসে চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে।
ঠিক তার মাধবীর মতো।
ওর অভিমানগুলো সব আছড়ে পড়তো ওর বুকে।
আজ মাধবী নেই,
ছেড়ে গেছে তাকে,
প্রতিটা ক্ষণ তাকেই মনে পড়ে।
ব্যালকনি থেকে অধীর ছুঁতে চাইলো বৃষ্টি
মাধবীকে মনে করে।
একপশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিল তাকে,
মাধবী,মাধবী এসো কাছে।
আড়মোড়া হয়ে বসে পড়লো মাটিতে।
চোখে অবিরত জল,
মধ্যবয়সে সঙ্গী হারিয়ে খুঁজছে তাকে,
এক বুক হাহাকারে নত সে,
দমকা বৃষ্টিতে ভিজছে সে।