প্রথম দেখেছিলাম তাকে,
প্রেম হারিয়েছিল সে,
অপমানের ঘামে ছিল ভেজা,
সারা শরীরে ছিল অবহেলার দুর্গন্ধ।
দখিনা বাতাস হয়েছিলাম,
চন্দনের কাছ থেকে সুরভি ধার নিয়েছিলাম,
ঠান্ডা বাতাসে করেছিলাম শান্ত,
সুগন্ধিতে করেছিলাম ভরপুর।
তবু আঘাত করেছিল!
হয়তো ভালোবেসেছিলাম!
শান্ত,স্থিত হয়েছিল সে,
হেঁটেছিল বহু পথ,
মাথা নত করেনি।
আজ শত সহস্র যোজন দূরে সে,
তবু সুরভি আসে ভেসে,
সুখের সাগরে চলেছে ভেসে,
দেখছি দুচোখ মেলে,
অন্য জীবনে যদি দেখা হয় কভু,
যদিও পাই সুবাস,
তবু মিলাবোনা আর হৃদয়।