আত্ম নিপীড়িত নগ্ন ক্ষুধার্ত
গৃহহীন সর্বহারা সমাজ বর্জিত
মানুষদের পাশে পরম মমতায়
স্নেহের সাথে পথে কলকাতায়।
মাত্র তের জন সিস্টার নিয়ে
মিশনারী হিসাবে সেবা ছড়িয়ে
পেলেন ভ্যাটিকানের অনুমতি
গড়লেন মিশনারিজ অব চ্যারিটি।
মাত্র বার বছর বয়স যখন
সিদ্ধান্তে অনড় ধর্মীয় জীবন যাপন
গৃহত্যাগী হয়ে আঠারো বছর বয়সে
সিস্টার্স অব লোরেটো সংস্থায় এসে,
নিস্বার্থভাবে নিযুক্ত হলেন সেবায়
নিন্দিত ধর্মীয় সাম্রাজ্যবাদী আখ্যায়।
সর্বহারার টানে এসেছিলেন কলকাতায়
সযত্নে দিয়েছিল নিজের কোলে আশ্রয়।
সন্ত দি লিসিয়াক্সের নামানুসারে
এগনেস টেরেসা নাম গ্রহণ করে
নিলেন পড়ে নীলপাড় সাদা শাড়ি
সুদূর আলবেনিয়ার মহিয়সী নারী।
যার মাতৃত্বের ছোঁয়ায় জ্বলেছিলো
অনেকের জীবনের আশার আলো
ঊনিশ দশ ছাব্বিশ আগস্ট মাসে
জন্মিল স্কোপেজের আলোয় হেসে।