এভাবেই থেকো আড়ালের বিস্ময়
খুব কাছে নয় , দু’ আঙুল অন্তত
ফাঁক রেখে রেখে বয়ে যেও জলাশয়
জড়াজড়ি ঘামে মন পোড়ে অংশত ।
বরফের মতো সংসারী শ্রমে ঘুম
আহারে কব্জি পুরোটাই পোরা সুখ
পেতে পেতে আয়ু হেঁটে চলে দুমদুম
অ-লেখা কবিতা ঝরে যায় খুকখুক !
খুঁটে খুঁটে পুরো পাওয়া নয় , সনাতন
ডুবে যাবে ভীড়ে মানসী নীলাম্বরী ,
কুচলার তলে জেগে থাক দরশন
মাঝে মাঝে মেঘ , মল্লারে আশাবরী ।