জড়িয়ে ছড়িয়ে আছে দূরবীণে চেনা মুখ শত ।
আশ্চর্য উৎসের টান গান – মন্ত্রে
ধরে আছে আদি আদি সরগম স্মৃতি ।
ভুলোমন ধোঁয়াশার উষর ধূসর ঠোঁট
হঠাৎ বৃষ্টি – চুমু পেয়ে আলো ছোঁয়া কুহু
নদী সুরে নোঙরের নীল পাড়ে বসন্ত বোনে ।
দূরত্বের দৈর্ঘ্য আর কতো হতে পারে !
মনের ভিতরে মন একবার সুধা গন্ধ পেলে
একেবারে ভুলে যাওয়া ছায়া ছায়া হাত ,
অমলের ডাকবাক্সে নিজ নিজ আঙুলের দূর গলে
মাইল মাইল মায়া ঝমঝম জমা করে যায় ।
ভুলে যাওয়া সোজা নয় ,
বিশ্বাসী প্রশ্বাসের অবিশ্বাসী নিঃশ্বাসও জানে ।