আকাশ জুড়ে বন শিমের ফুল
মনের জটগুলোয় হাওয়া লাগুক
তাদের ঝিমঝিম দেহে বাসা বাঁধুক আলোরা
আমি তো শিশিতে ভরেছি হলুদ কালো গোলাপি মায়া-ব্যর্থ জঞ্জাল
তাদের তলায় আশ্রম নেই
সুখ নেই পাখির চঞ্চল ডানায়
কে যে দু চোখের সামনে দেওয়াল তুলেছিলো
আমার সাজি শূন্য
আমার মাংসল পূজার ঘর ও