হে মহামানব তুমি সশরীরে নেই
কিন্তু তুমি আছো আমাদের হৃদয়ে।
মাত্র একুশ বছর বয়সে যে বিপ্লব জাগিয়েছিলে আমাদের মনে
আজও তা ধিকধিক করে জ্বলছে আমাদের মাঝারে।
তুমি কিশোর কবি,তুমি বিপ্লবের সমার্থক
তুমি দেখিয়েছিলে ছাড়পত্র এক।
তোমার রচনায় পেয়েছি ক্ষুধার্ত পৃথিবী
যার কাছে পূর্ণিমার চাঁদ একখানা ঝলসানো রুটি।
তোমার লেখায় পেয়েছি যুদ্ধের বর্ণনা সাথে দুর্নিবার প্রেম।
তোমার লেখাতেই যে পেয়েছি
দেশলাই কাঠি বা সিঁড়ির আত্মকথা
তোমার কাছেই জেনেছি মোরা রাণারের গান।
তোমার কাছেই জেনেছি মোরা আঠারো বছরের হার না মানা প্রাণ।
হে কিশোর কবি তোমায় জানাই আমার
সুকান্তি শ্রদ্ধা ও হৃদয়নিঃসৃত প্রণাম।