সকাল বেলা ভুবন জুড়ে
রোদ্দুরের মায়াবী খেলা,
আশার আলোয় খুশির ঢেউ
এ যেন এক মিলন মেলা।
আকাশ রাঙা সেই আলোকে
ছড়ায় অরূপ রূপের বাহার,
গীতিময় ললিত সুরে সরগম
সাধে কোন্ সুরকার!
মন তরঙ্গে উজান ঢেউয়ে
অনুরাগের আলিম্পনে,
ছন্দ কাব্য কবিমনে ইথার
ছড়ায় প্রেমের সনে।
কি যেন এক নিবিড় মায়ায়
সৌহার্দ্য তায় জড়িয়ে থাকে,
মন আঙ্গিনায় আবেশ মাখে
আসবে ফিরে স্বপ্ন আঁকে।
উঠল ভরে হৃদ-যমুনা
উথাল পাথাল আহ্লাদেতে,
প্রেমিক হাওয়া বার্তা পাঠায়
দেখা হবে তোমার সাথে।