মন খারাপের সময় গুলো আমাকে অনেক কিছু দিয়েছে
আনন্দে মেতে ওঠার সময় গুলো শুধু আনন্দ দিয়েছে
মন খারাপের সময় গুলো আমাকে অনেক কবিতা দিয়েছে
আমাকে ভাবতে শিখিয়েছে
নিজেকে মাপতে শিখিয়েছে
নিজেকে অনেক দূরে চলতে সংকল্প শিখিয়েছে
এখনো মন খারাপের সময় গুলো আমাকে খুব ভাবায়
আমাকে ডোবায় চেতনায়
আনন্দের দিনগুলো শুধু আনন্দই দিয়েছে
ভালো লাগে না আর এই আনন্দের দিনগুলো
মন খারাপের ইতিহাসে আমি জীবন পেয়েছি বারবার
মন খারাপের কাছেই আমি জেনেছি কিছু নেই আমার হারাবার
মন খারাপ
ও মন খারাপ…
তোমার কাছে ছুটে এলাম,
মন খারাপ, তোমায় প্রনাম।