নদীর চরা দিয়ে ধেনু
চলছে ওপার তীরে,
ঘাসের বোঝা নিয়ে রাখাল
যাচ্ছে পিছে ধীরে।
ধেনু সবের বিম্ব সুন্দর
উঠছে ফুটে জলে,
আল পথেতে ইস্কুল ফেরত
কন্যা চলে দলে।
ধানের খেতে রৌদ্র ছায়া
খেলে হাসি মুখে,
ঢেউ খেলিয়ে দখিনা বায়
ধায় যে মনের সুখে।
নদীর চরা দিয়ে ধেনু
চলছে ওপার তীরে,
ঘাসের বোঝা নিয়ে রাখাল
যাচ্ছে পিছে ধীরে।
ধেনু সবের বিম্ব সুন্দর
উঠছে ফুটে জলে,
আল পথেতে ইস্কুল ফেরত
কন্যা চলে দলে।
ধানের খেতে রৌদ্র ছায়া
খেলে হাসি মুখে,
ঢেউ খেলিয়ে দখিনা বায়
ধায় যে মনের সুখে।