একই সময়ের দৈর্ঘ্য বয়ে বয়ে
আকাশগঙ্গা হতে পারে ,
যদি মনে মন সমবেত হও ।
জীবন তো শোকেশে সাজানো
কোনও জ্যামিতিক উপপাদ্য নয় ।
ভুলে গেছো ,
প্রকৃতি নিজেই দিয়েছে ভেঙে
মানবের হামবড়া মৌলবাদী দাঁত !
নিবিষ্ট কান পেতে শোনো ,
অগোছালো ছালের ভিতরে বাজে
মোহনিয়া মুনিয়ার গান ।
জড়োসড়ো খুঁত জুড়ে জুড়ে
কখনও রোমাঞ্চ- নদী হতে পারে ?
অচ্ছুত ভাগাড়েরও প্রশ্বাস
খুঁটে খেয়ে ছন্দে ফেরে শকুন- জাতক ।
ভালো দেখার ইচ্ছে- আনন
কখনও কৈশোরের শৈশব হারায় না !